Welcome Speech

Md. Hassan

Manda Demo High School

 

প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও শুভানুধ্যায়ী

 

আস্সালামু আলাইকুম,

 

মানুষ সৃষ্টির সেরা জীব। তবে জন্ম মাত্রই প্রতিটি মানুষ-এই শ্রেষ্ঠত্বের অধিকারী হয় না। বস্তুত জ্ঞানের আলো,  বিজ্ঞানের সত্যানুসন্ধান, সামাজিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিচর্যা এবং সর্বোপরি সুপ্ত প্রতিভার বিকাশ মানুষকে এ শ্রেষ্ঠত্ব দান করে থাকে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার।। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির  কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে যথার্থ ভূমিকা পালন করবে। উদ্দেশ্য ও লক্ষ্যহীন শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা, নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শিক জ্ঞান দান করতে ব্যর্থ হচ্ছে। তাই শিশু কিশোরদের সুনাগরিক, সুশিক্ষিত ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, সুযোগ্য ও উন্নত নৈতিক চরিত্রের নাগরিক তৈরির ক্ষেত্রে “মান্ডা ডেমো হাই স্কুল” অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যয় নিয়ে নিজস্ব ভবনে ২০২৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

 

এখানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ সব বঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌছাতে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে অত্র প্রতিষ্ঠান মাইলফলক হয়ে থাকবে। কঠোর নিয়ম-শৃঙ্খলা, পাঠদানের আধুনিক পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “মান্ডা ডেমো হাই স্কুল” পরিচিতি পাবে বলে আমি একান্ত ভাবে আশাবাদী।

 

“মান্ডা ডেমো হাই স্কুল” একটি সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান। আমরা মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি হবে বাংলাদেশে বিশ্বমানসম্পন্ন আধুনিক শিক্ষার একটি দিক-নির্দেশক। মানসম্পন্ন শিক্ষা থেকে একজন। শিক্ষার্থীও যেন বাদ না পড়ে, সে ধরণের একটি শিক্ষা কাঠামো গড়ে তুলতে পারলে আমরা জাতিগতভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ সহজে মোকাবেলা করতে সমর্থ হবো ইনশাআল্লাহ।

 

“মান্ডা ডেমো হাই স্কুল” এর এসব মহৎ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী সহ সম্মাণিত সকল ব্যক্তির অকুণ্ঠ সমর্থন ও ঐকান্তিক সহযোগিতা আমরা একান্ত ভাবে প্রত্যাশা করছি।

 

ধন্যবাদান্তে

 

মো: হাসান 

চেয়ারম্যান

 

মান্ডা ডেমো হাই স্কুল

 

Md. Hassan

Manda Demo High School

Dear students, respected parents, respected faculty and well wishers

 

Assalamu Alaikum,

 

Man is the best creature in creation. But not every human being is born with this excellence. In fact, the light of knowledge, the search for truth in science, the maintenance of social, human and religious values ​​and above all the development of latent talents give people this excellence. The young students of today are the leaders of the country and the nation in the future. In the future, they will play a proper role in fulfilling the desired expectations of the country and the nation. Objective and aimless education and educational institutions are failing to impart real education, morality, social and religious values, patriotism and ideological knowledge among the students. Therefore, education systems and educational institutions that are suitable for the formation of good citizens, well-educated and unique character of children and adolescents are most needed. With this aim and objective in mind, "Manda Demo High School" will play a leading role in creating citizens of capable, capable and moral character to meet the challenges of the 21st century.

 

Here almost half of the population of Bangladesh is deprived of the light of education. To reach the light of education to all these deprived people, this institution will be a milestone in introducing modern information technology based education system out of the traditional education system. I sincerely hope that "Manda Demo High School" will be known as a modern and quality educational institution through strict discipline, modern teaching method, experienced teaching staff.

 

“Manda Demo High School” is a service and public welfare oriented self-supporting institution. We believe that this educational institution will be a beacon of world-class modern education in Bangladesh. One from quality education. If we can build such an education structure so that the students are not left out, we will be able to face the challenges of the future easily, inshallah.

 

To achieve these great goals of "Manda Demo High School", we sincerely expect the unwavering support and sincere cooperation of all respected people including students, teachers, parents, students.

 

thank you

 

Md: Hassan

Chairman

Manda Demo High School